Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
every baby ensure birthcertificate within 45 days
Details

অদ্য ‍০২--৮-২-২১ইং তারিখ অত্র ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফারুকুল ইসলাম রতন সাহেবের সভাপতিত্বে সকল ইউ,পিঃ সদস্য, ইউনিয়নের সকল টিকা কর্মী, এবং কমিউনিটি হেলথ প্রোভাইডার সহ সকলের উপস্থিতি তে এক জরুরী সভা অনুষ্ঠিত হয় । সভায় সরকার ঘোষিত কোভিড-১৯ মোকাবেলায় সকল কাজে সকলের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগীতা কামনা করেন ।  এছাড়া সভায় শিশুর জন্ম সনদ সংক্রান্ত বিষয়ে গৃহিত সিদ্ধান্ত সমূহ নিম্নরুপঃ 

১। শিশু জন্ম হওয়ার পর ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করতে হবে । 

২। শিশুর প্রথম টিকা নেওয়ার পর জন্ম নিবন্ধন করে ২য় টিকা গ্রহন করতে হবে । 

৩। পরিষদ কর্তৃক প্রদান কৃত সকল সেবা প্রদানের ক্ষেত্রে ( মা ওশিশু সহায়তা) ঐ মহিলার নবজাতকের (শিশুর) জন্মনিবন্ধন সনদ নিশ্চিত করতে হবে । 

উক্ত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করে চেয়ারম্যান সাহেব সভার সমাপ্তি ঘোষনা করেন । 

Attachments
Image
Publish Date
02/08/2021
Archieve Date
31/01/2022